
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ফুটপাত দখল করে দোকান বসানো এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দোকানগুলোকে জরিমানা করা হয়।
এদিন ব্যবসায়ী আফজালকে ২ হাজার, জহিরুলকে ১ হাজার, ফজলুল হককে ১ হাজার, দুলালকে ২ হাজার, মামুনকে ১ হাজার এবং কামরুল হাসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, “জনস্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য, এটি ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। কেউ নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সিংগাইর পৌর এলাকা হোক শৃঙ্খলাপূর্ণ ও নাগরিকবান্ধব পৌর শহর।”