
সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিংগাইরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় কর্মশালাটি উপস্থাপনা করেন বেকস এর টিম লিডার মহিদুর রহমান খান
এ সময় এলজিইডির বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসন, প্রশাসনিক কর্মকতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নের ক্ষেত্রে নিরাপদ ও টেকসই অবকাঠামোগত উন্নয়ন, নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনগণের চলাচল ও পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।