December 20, 2025, 6:57 pm
শিরোনাম :
প্রিয় ওসমান হাদির মরদেহের সামনে যে ওয়াদা করলেন প্রধান উপদেষ্টা হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ। শহীদ ওসমান হাদির জানাজার আগেই মানুষের ঢল নেমেছে সিংগাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জাায়াতে ইসলামীর মানিকগঞ্জ -২ আসনের মনোনীত পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের জনসংযোগ ও নির্বাচনী প্রচারণ। সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা মানিকগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে খাদ্য উৎসব পালিত হয়। মা হওয়ার মিথ্যা খবরে বিব্রত চিত্রনায়িকা পূর্ণিমা এখনই ফ্রিজ থেকে ফেলে দিতে হবে যে জিনিস

এইচএসসি: গোসাইবাড়ী মহিলা কলেজের চারজনের সবাই ফেল

Reporter Name

খাতা-কলমে ছাত্রী থাকলেও নেই ভবন, শ্রেণিকক্ষ। কোনোদিন ক্লাসও হয় না।

অথচ ২৫ বছর ধরেই নাকি চলছে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী মহিলা কলেজ। যদিও সেটি এমপিওভুক্ত নয়।

এবার সেই কলেজ থেকে চারজন এইচএসসি পরীক্ষাতেও অংশ নিয়েছিল। কিন্তু তাদের কেউ পাশ করেনি।

স্থানীয়রা জানান, গোসাইবাড়ী মহিলা কলেজ ১৯৯৯ সালে প্রতিষ্ঠা হয়। দুবছর পর ২০০১ সালে কলেজ কর্তৃপক্ষ ছাত্রী ভর্তির অনুমতি পায়।

যদিও অভিযোগ রয়েছে, যাদের ভর্তি দেখানো হয় তারা অন্য প্রতিষ্ঠানে ক্লাস করে।

কলেজের করণিক মহব্বত আলী বলেন, “কতজন ভর্তি হয়েছে এবং পাশ করেছে তা অধ্যক্ষ জানাননি। সব কিছু তার হেফাজতে থাকে। তবে যারা ভর্তি হন তারা অন্য কলেজে পড়ালেখা করে। তিনি শিক্ষক নিয়োগ দিয়েছেন যাদের তারাও কলেজে আসেন না।”