
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে ঘিরে হরিরামপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ এবং শুভেচ্ছা বিনিময় করেন মানিকগঞ্জ -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।
১৭ ই অক্টোবর শুক্রবার সারাদিন হরিরামপুর উপজেলার নয়ারহাট -পিপুলিয়া সহ কান্ঠাপাড়া হাটে লিফলেট বিতরণ ও জনসংযোগ নির্বাচনী প্রচার -প্রচারণা চালান জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বলড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হানিফ খান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বলড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ।
মুহাম্মদ জাহিদুর রহমান জানান,আগামীর নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক।
ন্যায় ইনসাফ ভিত্তিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে দাড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করেন।