December 20, 2025, 6:56 pm
শিরোনাম :
প্রিয় ওসমান হাদির মরদেহের সামনে যে ওয়াদা করলেন প্রধান উপদেষ্টা হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ। শহীদ ওসমান হাদির জানাজার আগেই মানুষের ঢল নেমেছে সিংগাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জাায়াতে ইসলামীর মানিকগঞ্জ -২ আসনের মনোনীত পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের জনসংযোগ ও নির্বাচনী প্রচারণ। সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা মানিকগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে খাদ্য উৎসব পালিত হয়। মা হওয়ার মিথ্যা খবরে বিব্রত চিত্রনায়িকা পূর্ণিমা এখনই ফ্রিজ থেকে ফেলে দিতে হবে যে জিনিস

হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।

Reporter Name

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ-২ (হরিরামপুর -সিংগাইর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে নির্বাচনী প্রচারণা কর্মসূচি হিসেবে ধানের শীষ প্রতীকে সুনিশ্চিত বিজয়ের লক্ষ্যে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফট বিতরণ করা হয়।
২৬ শে অক্টোবর রবিবার হরিরামপুর নির্বাচনী এলকায় বলড়া-নয়ারহাটে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক বিএনপির উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা অধ্যাপক আব্দুল হামিদ মিয়া জানান,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার কোন বিকল্প নেই এবং ধান শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমি মানিকগঞ্জ -২ আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।
জনগনের ভালোবাসা নিয়েই আগামীর পথ চলতে চাই।
বিগত দিনগুলোতে মানিকগঞ্জের মা-মাটির স্বার্থে ছিলাম আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।

বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো সহ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করেন -জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের সভাপতি মোশরফ শিকদার।
উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম,হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতাউর প্রমূখ।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ শিকদার জানান,জেলা বিএনপির আহ্বায়ক মা-মাটি গণমানুষের নেত্রী আফরোজা খানম রিতার হাতকে শক্তিশালী করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
উপস্থিত নেতাকর্মীরা আলোচনা শেষে লিফলেট বিতরণ করা সহ অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।